যে প্রশ্ন গুলো আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি আশাকরি আপনার উত্তর পেয়ে যাবেন।
👉প্রস্তুত প্রণালী : পুষ্টি পাওয়ার মিক্স-১
৬ মাস থেকে ১১ মাস বয়সী বাবুর জন্য পানি দিয়ে তৈরি করবেন।
👉 প্রস্তুত প্রণালী : পুষ্টি পাওয়ার মিক্স-২
একটি পাত্রে ২৫০ এম এল দুধ অথবা পানি নিবেন, সাথে ২/৩ চামচ নিবেন পুষ্টি পাওয়ার মিক্স-২, এবং সাথে বাচ্ছার যে পরিমান মিষ্টি খেতে পছন্দ করে সেই মিষ্টি দিয়ে নিবেন, এরপর চামচ দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিবেন, এই মিশ্রণটি মিডিয়াম জালে ৬ – ৮ মিনিট জাল করার পাশাপাশি চামচ দিয়ে নাড়তে থাকুন। পরিমান মত তরল রেখে জাল বন্ধ করে দিন, মনে রাখবেন ঠান্ডা হওয়ার সাথে সাথে ঘনত্ব বৃদ্ধি পাবে, তারপর কুসুম গরম অবস্থায় আপনার সোনামণিকে পরিবেশন করুন।
খাবারটির মেয়াদ ৬০ দিন **
নরমালি ৬০ দিন পযর্ন্ত ভালো থাকবে।
– তার পরেও যদি থেকে যায় তাহলে নরমালে ফ্রিজে বা রোদে শুকিয়ে ১২০ দিন এর বেশি ভাল রাখা যাবে।
যে কোনো বাচ্চাকেই যে কোনো নতুন খাবার দেয়ার আগে এক বারে বেশি খাওয়ানোর চেষ্টা করবেন না। প্রথমবার একটু, পরে আর একটু এভাবে একটু একটু বাড়াবেন। এ বাড়ানোর প্রচেষ্টা ৭দিন ধরে করতে পারেন। বাচ্চার যদি কোনো খাবার খেয়ে সমস্যা হয় তো কিছু দিন বন্ধ করুন তাই বলে আজীবনের জন্য না, কেননা বাচ্চাদের হজমশক্তি দিন দিন বাড়ে।
ধন্যবাদ,
আমাদের হোম মেড সেরেলাক বা পুষ্টি পাওয়ার মিক্স অর্ডার করতে আপনাকে ১ টাকাও অগ্রীম দিতে হবে না।
** প্রডাক্ট আপনার হাতে পৌছানোর পরে খুলে, চেক করে টাকা পরিশোধ করতে পারবেন।
ধন্যবাদ, আপনি যেহেতু এই প্রশ্নের উত্তরটি দেখছেন তার মানে আপনি অর্ডার করতে চাচ্ছেন।
– প্রতিদিন কমপক্ষে ১ বার, ২/৩ চামচ পুষ্টি পাওয়ার মিক্স রান্না করে আপনার বাবুকে দিলে, ওর দৈনিক পুষ্টির চাহিদার ৮০/৯০ ভাগ পূরণ হয়ে যাবে ইনশাহ্ আল্লাহ্।
আমাদের ওয়েবসাটে অর্ডার করা খুবই সহজ, মাত্র ১ মিনিটেই আপনি অর্ডার করতে পারেন।
“ অর্ডার করতে ক্লিক করুন ” লেখা বাটনে ক্লিক করুন। চেক আউট পেইজে : আপনার নাম, মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দিন এবং স্ক্রল করে নিচের “ অর্ডার প্লেস করুন ” বাটনে ক্লিক করুন তা হলেই আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে।
অথবা ফোন কলে বা ওরাসপে মেসেজ করে অর্ডার করতে যোগাযোগ করুন:-
01622191531
WhatsApp us